• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঙালি আইএস জঙ্গির অজানা তথ্য


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০২:৪৮ এএম
বাঙালি আইএস জঙ্গির অজানা তথ্য

সোনালীনিউজ ডেস্ক
গান আর ফুটবল৷ ছোট ছেলেটার নিত্যদিনের সঙ্গী৷ পাড়ায় খুব একটা মেলামেশা করত না৷ তবে, স্কুল বা পরবর্তীতে মহিলামহলে খুবই জনপ্রিয় ছিল সে৷ মাত্র ১৬ বছর বয়সে বাবার মৃত্যু৷ সব কিছুই যেন ওলটপালট করে দিল৷ আর্থিক সঙ্কট বাড়তে লাগল৷ অনেক স্বপ্ন ভেঙে গেল৷ পড়াশোনা থেকে রোজগারে দিকেই বেশি মন দিতে হল৷ ছোট জুতোর দোকানে কাজ শুরু করল৷ কয়েকমাসের মধ্যেই নিজের একটা ব্যবসা শুরু৷ বাচ্চাদের জন্য ‘বাউন্সি কাসেল' বিক্রি৷ হাল ফিরছিল পরিবারের৷ বাবার মৃত্যু ভুলতে পারেনি সে৷ ইসলামের প্রতি আকর্ষণ বাড়তে লাগল৷ ছোট থেকেই আসক্তি ছিল কোরানে৷ এক সময়ে ইসলাম ধর্মও গ্রহণ করে ফেলল সে৷ সিদ্ধার্থ ধর নাম পরিবর্তন করে হল আবু রুমায়েশ৷ আল কায়দা প্রচারক ওমর বকর মহম্মদের কথায় অনুপ্রাণিত হল মারাত্মকভাবে৷
ব্রিটেনে বিভিন্ন মুসলিম সংগঠনের হয়ে উগ্র প্রচারে পরিচিত মুখ হয়ে উঠেছে সহজেই৷ মসজিদের সামনে উত্তেজনা ছড়ানোর দায়ে গ্রেফতার করে ব্রিটেন পুলিশ৷ পাসপোর্ট জমা রেখে জামিন পায়৷ সাদা পোশাকের আবুকে তার পর বেশ কয়েকবার দেখা গিয়েছে বিভিন্ন প্রচারে হয়েছে একাধিকবার৷ কিছুদিন এভাবে চলার পর ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে৷ গ্রেপ্তারের সময় থেকেই ব্রিটিশ গোয়েন্দাদের নজরে ছিল৷ ব্রিটেনে থাকার সময়েই অন লাইনে আইএস দীক্ষা সম্পূর্ণ করে৷ সিরিয়ায় আইএস জঙ্গিদলে যোগ দিয়ে প্রচার দায়িত্ব তার কাঁধে পড়ল৷ লিখল আইএসআইএস জঙ্গিদের প্রচার পুস্তিকা৷
সম্প্রতি প্রকাশ পায় তার বন্দুক উচিয়ে হুঁশিয়ারি দেওয়ার ছবি৷ আইএসদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাঁচ ব্যক্তিকে ব্রিটিশ চর সন্দেহে হত্যা করছে জঙ্গিরা৷ পাশাপাশি, এক জঙ্গি ক্যামেরনকে উদ্দেশ্য করে ‘নির্বোধ', ‘হোয়াইট হাউসের চাকর' ইত্যাদি বিশেষণও প্রয়োগ করেছে৷ যার গলার স্বর আর চোখের মনির সঙ্গে সিদ্ধার্থ ধরের অদ্ভূত মিল৷ তারপরই আটলাণ্টিকের উভয় তীরের গোয়েন্দারা ‘জেহাদি জন'কে নিয়ে তদন্ত শুরু করেছে৷ সূত্র: সংবাদ প্রতিদিন

Wordbridge School
Link copied!