• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাজেট বাস্তবায়নে যত চ্যালেঞ্জ


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ১১:৪১ পিএম
বাজেট বাস্তবায়নে যত চ্যালেঞ্জ

সংসদে অর্থমন্ত্রীবাজেট বাস্তবায়নে সরকারের চ্যালেঞ্জ অনেক। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই চ্যালেঞ্জের বিষয়গুলো জানিয়েছেন। এর মধ্যে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ, দক্ষতার উন্নয়ন, বিনিয়োগে বাস্তবায়ন সক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি, উৎপাদনে উদ্ভাবন ও প্রযুক্তির প্রসার, রফতানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ, প্রবাসে শ্রমবাজার সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। একইসঙ্গে রাজস্ব আদায় ও বৈদেশিক সহায়তার যথাযথ ব্যবহার করাটাও সরকারের জন্য বড় চ্যলেঞ্জ হিসেবে নিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী মনে করেন, উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধক হিসেবে প্রধান অন্তরায় হচ্ছে অনিশ্চিত স্থানীয় শাসন ব্যবস্থা। আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, জনপ্রশাসনের সক্ষমতা অর্জনও এ বছরের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব চ্যলেঞ্জের কথা জানান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!