• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাপ্পার অনন্য দৃষ্টান্ত


বিনোদন রিপোর্টার জুন ১, ২০১৬, ০৬:২০ পিএম
বাপ্পার অনন্য দৃষ্টান্ত

গীতিকারদের যথার্থ সম্মানী দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। মঞ্চে গাওয়া গানের উপার্জন থেকে প্রাপ্যটুকু তুলে দিচ্ছেন সংশ্লি গীতিকারের হাতে। এর মধ্য দিয়ে একটি প্রথা ভেঙে দিয়েছেন গুণী এই শিল্পী। এতে সন্তোষ প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের মানুষেরা। কয়েক বছর আগেই এমন ঘোষনা দিয়েছিলেন বাপ্পা। এর বাস্তবায়নও করছেন তিনি। সম্প্রতি বাপ্পার জনপ্রিয় গান ‘পরী’র গীতিকার শেখ রানার হাতে স্টেজ শো থেকে আসা সম্মানি বুঝিয়ে দিয়েছেন বাপ্পা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রয়্যালটির অর্থ বুঝে পেলেন শেখ রানা। এ ব্যাপারে দলছুট ও বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের ম্যানেজার শাহান কবন্ধ জানান, শুধু রানা নন, অন্য গীতিকারেরাও তাদের প্রাপ্ত সম্মান বুঝে পাচ্ছেন।

গীতিকার শেখ রানা বলেন, ‘বাপ্পা ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। কায়মনোবাক্যে প্রার্থনা করি এই রয়্যালটির হাত ধরে একদিন কপিরাইটের সঠিক প্রয়োগ ঘটবে।’ বাপ্পার এমন পদক্ষেপে খুশি অন্য গীতিকারেরাও। একটি গানের পেছনে  সুরকার ও শিল্পীর যতো অবদান থাকে গীতিকারের অবদান তার চেয়ে কোনো অংশেই কম নয়। এমন অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য শিল্পীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা। সবার প্রত্যাশা, বাপ্পাকে অনুসরণ করলে সঙ্গীতাঙ্গনে বৈষম্যমুক্ত পরিবেশ তৈরি হবে। এর মধ্য দিয়ে গীতিকারেরা আরও অনুপ্রাণিত ও সম্মানিত বোধ করবেন- যা তাদের প্রাপ্য।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!