• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাস্তব জীবনের গল্প নিয়ে নাটক ‘রূপান্তরণ&rsqu


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ০১:৫৭ পিএম
বাস্তব জীবনের গল্প নিয়ে নাটক ‘রূপান্তরণ&rsqu

সোনালীনিউজ ডেস্ক

অনন্যা বনিক আমাদের সমাজেরই একজন মানুষ। কিন্তু তার পরিচয় কোনো ছেলে বা মেয়েতে নয়- একজন তৃতীয় লিঙ্গ হিসেবে। অথচ জন্মের সঙ্গে সঙ্গেই তার এই পরিচয়টা ছিল না। 
যেদিন সে কিংবা চারপাশের সমাজ বুঝে ফেলল যে সে আসলে আর দশটা মানুষের মত স্বাভাবিক মানুষ না তখন থেকেই তার অন্যরকম জীবন যুদ্ধ শুরু হল। 
পরিবার থেকেই সেই যুদ্ধের শুরু। এর পর আস্তে আস্তে পুরো সমাজ। একদিন এক রেডিও স্টেশনে আমন্ত্রণ পায় অনন্যা। বুকের ভিতরের যে গোপন কথা কাউকে কোনদিন বলা হয়নি বা বলা যায়নি সে কথাগুলো বললেন রেডিও স্টেশনের আরজে’র সঙ্গে কথোপকথনে। 
একজন তৃতীয় লিঙ্গের সত্যিকার জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘রূপান্তরণ’। তৌসিফ সাঈদের রচনায় এটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ। এতে আরজে চরিত্রে অভিনয় করেছেন নওশীন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

Wordbridge School
Link copied!