• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০১৬, ০১:৪৭ পিএম
বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‌‘বিদেশি বিনিয়োগকারীদের প্রাধান্য দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে বৈদেশিক বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন আকর্ষণীয় নিরাপদ বিনিয়োগ স্থান।’

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করার কারণে অনেক দেশের বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন। দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে জাপান, চীন ও ভারতকে অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি বরাদ্দ দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
 
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং গ্যাস ও বিদ্যুতের সংকট ব্যবসার বিকাশ ও বিদেশি বিনিয়োগের অন্যতম বাধা। এসব বিষয় সমাধানে সরকার কী করবে, সেটি জানার জন্যই আমরা বৈঠকে বসছি।’

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!