• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ খাতে বরাদ্দ কমেছে


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ০৫:৪৭ পিএম
বিদ্যুৎ খাতে বরাদ্দ কমেছে

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১৫ হাজার ৩৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাজেট বক্তব্যে এ কথা জানা গেছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের জন্য ১৩ হাজার ৬২ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ১ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। এ হিসেবে বিদ্যুৎ খাতে বরাদ্দ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কমেছে।

প্রসঙ্গত, ২০১৫-২০১৬ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ বিভাগে বরাদ্দ ছিল ১৬ হাজার ৫০৩ কোটি টাকা। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ছিল ২ হাজার ৩৭ কোটি টাকা।

সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৬ হাজার ৬৪১ কোটি বরাদ্দের কথা জানানো হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!