• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বিশ্বের এক নম্বর টিম ব্রাজিল’


বিনোদন প্রতিবেদক জুন ১৩, ২০১৮, ০৮:১১ পিএম
‘বিশ্বের এক নম্বর টিম ব্রাজিল’

ওমর সানি ও মৌসুমী

ঢাকা: বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারা বিশ্ব। বৃহস্পতিবার (১৪ জুন) থেকেই শুরু হচ্ছে ফুটবলের মহারণ। কোন দল সমর্থন করছেন? চিত্রনায়ক ওমর সানি উল্টো প্রশ্ন করলেন, ‘ব্রাজিলের মতো ফুটবলের ঐতিহ্য কার আছে? ব্রাজিল তো ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।’

বোঝা গেল ওমর সানি কোন দলের ভক্ত। পাশেই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও তাঁর স্ত্রী মৌসুমী। প্রশ্ন শুনে তিনিও হাসছিলেন। তিনিও কথা বললেন সানির সুরেই! ব্রাজিলের ফুটবল ঐতিহ্য নিয়ে তিনিও গর্ব করলেন। আর জানালেন, ‘আমি তো ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক।’

ওমর সানি বলেন, ‘ছোট বেলা থেকেই খেলার প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। সেই হিসেবে আমি ছোট বেলা থেকে ফুটবল খেলেছি। এমন কি বড় হয়েও আমি মোহামেডানে নিয়মিত ফুটবল অনুশীলন করতাম। অবশ্য আমি ছিলাম গোল কিপার। আর  যেহেতু আমি একজন ফুটবলপ্রেমী তাই কোনো দলকে সমর্থন করার আগে অবশ্যই সেই দলকে জেনে বুঝে করতে হবে। ব্রাজিল যেহেতু বিশ্বের এক নম্বর টিম, তাই আমি ব্রাজিল সমর্থন করি।’

কীভাবে ব্রাজিল এক নম্বর দল জানতে চাইলে সানি বলেন, ‘আরে এটা তো ফুটবলের ইতিহাস দেখলেই জানা যায়। পৃথিবীতে  ব্রাজিলের মতো আর কারো ফুটবলের ঐতিহ্য আছে?  ব্রাজিল তো ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তৈরি করেছে অনেক তারকা ফুটবলার। পেলে থেকে শুরু করে অসংখ্য তারকা ফুটবলারকে আমরা দেখেছি। যা অন্য কোনো দেশে নেই।’

আর্জেন্টিনাকে নিয়ে সানি বলেন, ‘যারা আর্জেন্টিনা সমর্থন করেন তাদের বেশির ভাগ ম্যারাডোনাকে দেখে করেন। তাঁর পর আসে মেসির নাম। এখন কোনো তারকা ফুটবলারের কারণে কেউ কোনো দেশকে সমর্থন করতে পারে, এটা আমি চিন্তাও করতে পারি না। আবার ব্রাজিলের বেলায়, তা ঠিক উল্টো। কারণ কেউ পেলের জন্য ব্রাজিল সমর্থন করে না। তাদের খেলার মানের জন্যই বিশ্বের এক নম্বর টিম ব্রাজিল।’

আপনি তো ব্রাজিলের অনেক বড় ফ্যান, তা হলে মৌসুমীকে কি আপনি জোর করে দলে নিয়েছেন? ওমর সানিকে এমন প্রশ্ন করায় হেসে ফেলেন মৌসুমী।  তিনি বলেন, ‘আমি আসলে ছোট বেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। আর এটাতো ঠিক যে তাদের যে ঐতিহ্য আছে তা অন্য দেশের মধ্যে নেই।’ মৌসুমী আরো বলেন, ‘আমরা দুজনই ব্রাজিল সমর্থন করি। আর শুধু তাই নয়, আমার মেয়ে এবং ছেলে তারাও ব্রাজিল সমর্থক।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!