• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টির কারণে সাময়িক স্থগিত বইমেলা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০১৬, ০৪:০৭ পিএম
বৃষ্টির কারণে সাময়িক স্থগিত বইমেলা

সোনালীনিউজ ডেস্ক

শিলা বৃষ্টির কারণে বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আবারো মেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। আজ বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে এ ঘোষণা আসে।

সকালের শিলা বৃষ্টি এবং দুপুরের পর মষুলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণের অমর একুশে গ্রন্থমেলা। তুমুল বৃষ্টিতে কমপক্ষে ৩৫টি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বই সরানোর সুযোগও পাননি প্রকাশকরা।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টায় মেলা শুরু হতে পারে। তবে বৃষ্টি থাকলে মেলা শুরুর সময় আরো পেছাতে পারে।

মেলা পরিচালক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, মেলা কিছুটা দেরিতে শুরু হবে। বৃষ্টি ওপর সবকিছু নির্ভর করছে।

২১ ফেব্রুয়ারির পরের কয়েকদিনই সবচেয়ে বেশি বইমেলায় বিক্রি হয়। সেই জমজমাট বিকিকিনি পণ্ড করে দিল হঠাৎ বৃষ্টি।

ভোরের দিকে ছিল শীতের আবেশ। ফাল্গুনেই রোদ আর মেঘের লুকোচুরি। বৃষ্টি যে হবে তার আলামত দেখা দিয়েছিল ভোররাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীতে হঠাৎ নেমে এলো কালবৈশাখীর মতো ঝড়ো বাতাস নিয়ে শিলাবৃষ্টি। বাতাসে ধুলার গন্ধ মুছে দিয়ে বৃষ্টি ঝরলো ধুলোবালির রাজধানীতে। হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো অমর একুশে বইমেলা।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!