• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন

বেকায়দায় আওয়ামী লীগ, ফুরফুরে বিএনপি


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি অক্টোবর ১১, ২০১৮, ০৩:০৯ পিএম
বেকায়দায় আওয়ামী লীগ, ফুরফুরে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে একাধিক প্রার্থী আর মহাজোটের চাপের কারণে কিছুটা বেকায়দায় আওয়ামী লীগ। তবে একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি। ভোটের মাঠে আছে জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থীও।

ব্রাহ্মণবাড়িয়া সদর আর বিজয় নগর থানার ২১ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। ৪ লাখ ৯৬ হাজার ছয়শ ৩৮ ভোটারের এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ওবায়দুল মোক্তাদির চৌধুরী। ২০০৮ সালের আগে পাঁচবারের এমপি ছিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ।

এক সময় বিএনপির এ ঘাঁটি এখন আওয়ামী লীগের হাতে ফিরে পেতে আর ধরে রাখতে মরিয়া দুই দল।

এবারের নির্বাচনেও মনোনয়ন দৌড়ে এগিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি ওবায়দুল মোক্তাদির চৌধুরী। গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের দাবি তার।

তবে বর্তমান এমপির নানা কাজের সমালোচনা প্রকাশ্যেই করছেন তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা। পাশাপাশি জানাচ্ছেন নৌকা মার্কায় ভোটে লড়ার আগ্রহের কথা।

তবে প্রার্থীর চাপ নেই বিএনপিতে। শুরুতে কয়েকজন আগ্রহের কথা জানালেও এখন অবস্থান বদলে কাজ করার ঘোষণা দিয়েছেন কারাবন্দী বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে।

এদিকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া টিপুকে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্র। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ বা ৫ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী এলে সদরে মনোনয়ন পাবেন আওয়ামী লীগ প্রার্থী।

আর মুফতি ফজলুল হক আমীনীর ছেলে আবুল হাসনাত আমীনী হচ্ছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী।

এদিকে ভোটারদের প্রত্যাশা, প্রার্থী যেই হোক, ভোটের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!