• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাদারের লেজার মাল্টিফাংশন প্রিন্টার বাজারে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৬, ০৩:৪২ পিএম
ব্রাদারের লেজার মাল্টিফাংশন প্রিন্টার বাজারে

সোনালীনিউজ ডেস্ক
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল বিশ্বখ্যাত ব্র্যান্ড ব্রাদারের নতুন মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার। এই প্রিন্টারটির মডেল ‘এমএফসি-এল২৭০০ডিডাব্লিউ ’। ওয়্যারড ও ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পন্ন এই প্রিন্টারটি একাধারে প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করতে সক্ষম।

প্রিন্টারটি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ক্লাউড নেটওয়ার্কিং এর মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করতে সক্ষম।

এছাড়াও এই প্রিন্টারটি প্রতি মিনিটে ২৬ পৃষ্ঠা এবং একটি পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে পারে। প্রিন্টারটির রয়েছে ৩২ মেগাবাইট মেমোররি, ১২০০x৬০০ ডিপিআই প্রিন্টিং রেজুলেশন, ৬০০x২৪০০ ডিপিআই স্ক্যান রেজ্যুলেশন এবং ৩৩.৬ কেবিপিএস ফ্যাক্স স্পিড।

তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রিন্টারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০০ টাকা।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!