• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাতা বাড়ছে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ১০:০০ পিএম
ভাতা বাড়ছে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের

যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২ জুন) উপস্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে চলছে। অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের অনুকূলে বিভিন্ন আত্ম কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঘূর্ণায়মান তহবিল থেকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে।

যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে বক্তৃতায় উল্লেখ করেন মুহিত।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ১২ হাজার টাকা, বীরউত্তম ১০ হাজার, বীরবিক্রম ৮ হাজার ও বীরপ্রতীক ৬ হাজার টাকা মাসিক ভাতা পান।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে আলাদা ভাতা পাচ্ছেন; সর্বোচ্চ ৩০ হাজার টাকা থেকে সর্বনিম্ন ৯ হাজার ৭০০ টাকা পাচ্ছেন।

আর শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবার ১৫ হাজার টাকা করে মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!