• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৬, ০৩:৫৩ পিএম
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী

সোনালীনিউজ ডেস্ক
মালয়ালম অভিনেত্রী কল্পনা রঞ্জনী মারা গেছেন। কল্পনা রঞ্জনী শুধু কল্পনা হিসেবেই পরিচিত ছিলেন। সোমবার হাদরাবাদে মাত্র ৫১ বছর বয়সে তিনি মারা যান। কল্পনা একটি তেলেগু ছবির শুটিং এর জন্য হায়দরাবাদে অবস্থান করছিলেন। সেখানে তাঁকে হোটেলে অচেতন অবস্থায় উদ্ধার করে এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
কল্পনা সহভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৮৩ সালে এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং এখন পর্যন্ত ৩০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ভোডাফোন কমেডি স্টার্স নামের একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্বও পালন করছিলেন।
সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!