• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে মাহমুদউল্লাহরা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৩, ২০১৮, ০৩:৩১ পিএম
ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে মাহমুদউল্লাহরা

ফাইল ছবি

ঢাকা: নেপালের বিমান দূর্ঘটনা ছুঁয়ে গেছে গোটা বাংলাদেশকে। শোকাহত পুরো জাতি। সেই শোক ছুঁয়ে গেছে কলম্বোতে বাংলাদেশ দলকেও। অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, নিহত বাংলাদেশীদের স্মরণে বুধবার তারা ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবেন।

সোমবার নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। ৭১ যাত্রীর ৪৯ জনই মারা গেছে। এর মধ্যে বাংলাদেশী রয়েছে ২৫ জন।

বিষয়টি জানা মাত্রই আর দশজনের মতো ক্রিকেটাররাও হতাহতদের খোঁজখবর নিয়েছেন। দূর্ঘটনার ভয়াবহতা দেখে শোকের ছায়া নেমে এসেছে পুরো দলেই। খেলোয়াড়দের সবসময় বিমানেই যাতায়াত করতে হয় বলে ভয়টা একটু তাদের বেশিই।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, নেপালের দূর্ঘটনায় নিহতদের স্মরণে তারা ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে। তিনি বলেন, ‘কাল যখন খবরটা শুনলাম খুব মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশী ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও  কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ দল ভারতকে হারাতে পারে কি-না এখন সেটাই দেখার।

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!