• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে কিডনি পাচারকারী চক্র আটক


আন্তর্জাতিক ডেস্ক জুন ৫, ২০১৬, ১২:৪৫ পিএম
ভারতে কিডনি পাচারকারী চক্র আটক

ভারতে কিডনি পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। দিল্লির অ্যাপোলো হাসপাতাল থেকে শনিবার তাদের আটক করা হয়।

বিবিসির খবরে বলা হয়, আটকদের মধ্যে দু’জন ওই হাসপাতালের কর্মী ছিলেন।

দরিদ্র মানুষকে তারা মাত্র ৬০ হাজার টাকায় কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করে সেগুলোকে চড়া দামে কালো বাজারে বিক্রি করত।

ধারণা করা হচ্ছে, জাল কাগজ দেখিয়ে কিডনি বিক্রি করা মানুষগুলো সেগুলো দান করছে বলে ডাক্তারদের বোঝানো হতো।

অ্যাপোলো হাসপাতাল এ ঘটনা তদন্ত করবে। এ ছাড়া পুলিশকে সম্পূর্ণ সহায়তার আশ্বাসও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের একজন মুখপাত্র বিবিসিকে জানান, সংঘবদ্ধ চক্রের জালিয়াতির শিকার হয়েছে হাসপাতালটি। হাসপাতাল ও ভুক্তভোগীকে তারা খপ্পরে ফেলেছে। তাই পুলিশের প্রতি অনুরোধ তারা যেন শক্ত ব্যবস্থা গ্রহণ করে।

কালো বাজারে অঙ্গ বেশ সহজসাধ্য কাজ হওয়ায় ভারতে এ ধরনের অপরাধীর সংখ্যা বেড়েই চলেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!