• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে স্থাপনা উচ্ছেদে সংঘর্ষ নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্ক জুন ৫, ২০১৬, ০৭:২৮ পিএম
ভারতে স্থাপনা উচ্ছেদে সংঘর্ষ নিহত ২৪

ভারতের উত্তর প্রদেশের মথুরায় পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সংঘর্ষে ২৪ জন নিহত। উত্তর প্রদেশের সরকারের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদে নিজ দলের নেতৃত্ব দিবেন বিজেপি নেতা হেমা মালিনী।

পুলিশ জানিয়েছে, আজাদ ভারত বিধিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে একটি সংগঠনের কর্মীরা পার্কটি দখল করে রেখেছিল। বৃহস্পতিবার পার্কটি উচ্ছেদে অভিযান শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে দখলকারীদের।মাথুরার এই ঘটনার দিন টুইটারে শুটিং স্পটের ছবি আপলোড করে ব্যাপক সমালোচনার শিকার হন ওই এালকার নির্বাচিত বিজেপি এমপি ও বলিউড নায়িকা হেমা মালিনি।

গতকাল হেমা মালিনি ম্ম্বুাইয়ের একটি শুটিং স্পটে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন যখন তখন মাথুরায় সংঘর্ষে মারা যায় ২৪ জন। দুই বছর আগে মথুরার জওহর বাগে ২৬০ একরের একটি পার্ক দখল করে নেয় আজাদ ভারত বিধিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে একটি সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার আদালতের নির্দেশে উচ্ছেদে গেলে গ্রেনেড ও অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় সংগঠনটির অন্তত ৩ হাজার কর্মী।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!