• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সৈন্য ও ৪


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৮:১৪ পিএম
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সৈন্য ও ৪

আন্তর্জাতিক ডেস্ক


ভারত শাসিত কাশ্মিরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় শনিবার এক ভয়াবহ বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সৈন্য ও চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

সীমান্ত অঞ্চলের পুলিশের ডিআইজি গরীব দাস বলেন, ভারত শাসিত কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগ থেকে ১৩০ কিলোমিটার (৮০মাইল) উত্তরপশ্চিমে অবস্থিত একটি সীমান্ত গ্রামে উভয় পক্ষের মধ্যে এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। এতে ৬ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত শুক্রবার সরকারি বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালালে ১৬ ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ ঘটে।
ওই বাড়িটিতে সন্দেহভাজন বিদ্রোহীরা আশ্রয় নিয়েছে বলে সেনা সদস্যরা খবর পায়।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এস.ডি. গোস্বামী বলেন, ‘এই অভিযানে দুই সৈন্য শহীদ ও চার সন্ত্রাসী নিহত হয়েছেন।’
পুলিশ জানায়, এই ঘটনায় আরো দুই সৈন্য আহত হয়েছে। তাদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!