• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালোবাসার আভাগুলো


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৬, ০৪:৫৬ পিএম
ভালোবাসার আভাগুলো

দুলাল সরকার:

ইচ্ছে হয় না আমার চোখে
ফুটুক আলো তোমার হাতের স্পর্শে,
ইচ্ছে হয় না আমার চোখে থাকুক শিশির
সারাদিন তা দেখতে?

বোরোর পাতা মায়ার গহন
পরম কিছু খুঁজতে... ইচ্ছে হয় না ভালো থাকি
ভালো থাকো এমন কিছু ভাবতে?

গোধূলী গন্ধে, দিঘা পাতায়
পাথার পাথার, মাটি মাটি
তেমন কিছু শুকতে,
জনশূন্য পথের প্রান্তে আবেগগুলো ঢেলে দিয়ে
কিশোরবেলা দেখতে?

ভোরের মত অবয়ব চুপ
সৌর পেখম ফুটি ফুটি মা-মা আলোয়
আমার মুখে কাসার বাটি মাজতে,

ইচ্ছে হয় না আমার মুখটি তোমার মুখে
বসিয়ে দিয়ে- তোমার কথাই
আমার কথায় মানব ভাষা পড়তে?

ইচ্ছে হয় না ভালোবাসার আভাগুলোয়
মুগ্ধ মুখে নীল পাতাটি দেখতে?
ইচ্ছে হয় না সম্মেলিত উপাখ্যানে
তুমি আমি আমরা সবাই জড়িয়ে থেকে
বটের তলায় বসতে?

 

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!