• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালো মুনাফা করেছে গার্মেন্টস কোম্পানিগুলো


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০১৬, ০৭:৫০ পিএম
ভালো মুনাফা করেছে গার্মেন্টস কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলো ভালো মুনাফা করছে। ৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টি প্রতিষ্ঠান গত রবিবার ও সোমবার তাদের বিভিন্ন প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে, যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ১১টির মুনাফা বেড়েছে। আটটির মুনাফা কমেছে। লোকসান করেছে দুটি। দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ১৮৬ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ টাকা ৮২ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। তাল্লু স্পিনিং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৬১৭ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ পয়সা বেড়ে হয়েছে ৬২ পয়সা, আগের বছর লোকসান ছিল ১২ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ টাকা ২৪ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের বছর লোকসান ছিল ২৩ পয়সা। অলটেক্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৩৫৩ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ পয়সা বেড়ে হয়েছে ৮৬ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৩৮ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। মিথুন নিটিং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৬২ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ২০ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৫৬ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ২ পয়সা। সিমটেক্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৬৯ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ পয়সা বেড়ে হয়েছে ৮১ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আলহাজ টেক্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ১১৯ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ পয়সা বেড়ে হয়েছে ৪৬ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২৭ পয়সা বেড়ে হয়েছে ৭২ পয়সা। আনলিমা ইয়ার্ন লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৯৪ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ পয়সা বেড়ে হয়েছে ৩১ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৮ পয়সা বেড়ে হয়েছে ৪৫ পয়সা। হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৩৩ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ পয়সা বেড়ে হয়েছে ৬০ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২০ পয়সা কমে হয়েছে ১ টাকা ১০ পয়সা। জাহিন টেক্স টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৩৫০ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ পয়সা বেড়ে হয়েছে ১৮ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২১ পয়সা বেড়ে হয়েছে ৫১ পয়সা। প্রাইম টেক্স টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৮ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২ পয়সা বেড়ে হয়েছে ২৬ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২ পয়সা কমে হয়েছে ৪৮ পয়সা। মোজাফ্ফর হোসেন লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ২ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ পয়সা বেড়ে হয়েছে ৬১ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২১ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। পেরামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ২ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ পয়সা কমে হয়েছে ৪৯ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৬ পয়সা কমে হয়েছে ৮৬ পয়সা। এপেক্স স্পিনিং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৪ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২ পয়সা কমে হয়েছে ৫৩ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ টাকা ১৮ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। হামিদ ফেব্রিক্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ১২ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ পয়সা কমে হয়েছে ২৩ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৪৬ পয়সা কমে হয়েছে ৫৮ পয়সা। ডেল্টা স্পিনার্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৫৩ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ পয়সা কমে হয়েছে ৭ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৯ পয়সা কমে হয়েছে ২০ পয়সা। ফারইস্ট নিটিং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ১৫ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ পয়সা কমে হয়েছে ৪৭ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২ টাকা ২৮ পয়সা বেড়ে হয়েছে ৮৯ পয়সা। সায়হাম টেক্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৪৯ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ পয়সা কমে হয়েছে ২৪ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৭৮ পয়সা কমে হয়েছে ৪৩ পয়সা। স্টাইলক্রাফ্ট লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৪ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ পয়সা কমে হয়েছে ১০ টাকা ৮৪ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১টাকা ৮০ পয়সা কমে হয়েছে ৩১ টাকা ৫৩পয়সা। সিএন্ডএ টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৬৪ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ পয়সা কমে হয়েছে ৩৫ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১টাকা কমে হয়েছে ৮০ পয়সা। মডার্ন ডাইং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৩৪৩ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ৩ পয়সা কমে লোকসান হয়েছে ৭৩ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের লোকসান আগের বছরের এই সময়ের তুলনায় ১৪ পয়সা বেড়ে হয়েছে ৩৯ পয়সা। ঢাকা ডাইং লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৬৭১ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ১৪ পয়সা কমে লোকসান হয়েছে ৯৭ পয়সা। জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ১ টাকা ১১ পয়সা কমে লোকসান হয়েছে ৭০ পয়সা।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!