• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিকারুন নেছার বিশেষ কমিটি কেন অবৈধ নয় : হাইকোর্ট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৬, ০৪:৫৫ পিএম
ভিকারুন নেছার বিশেষ কমিটি কেন অবৈধ নয় : হাইকোর্ট

সোনালীনিউজ ডেস্ক
রাজধানীর ভিকারুননেসা নুন স্কুল এণ্ড কলেজ পরিচালনার জন্য রাশেদ খান মেনন এমপিকে সভাপতি করে গঠিত সাত সদস্যর বিশেষ গভর্নিং কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটকারির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। এ বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী স্কুল কলেজ পরিচালিত হবে অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে। কিন্তু ২০০৮ সালের পর থেকে আর কোনো কমিটি ভোটের মাধ্যমে হয়নি। বরং সরকার বিশেষ উদ্দেশে নিজেরা কমিটি গঠন করে দিচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ। এর আগে ভিকারুননেসা নুন স্কুল এণ্ড কলেজ পরিচালনার জন্য ২০১২ সালে রাশেদ খান মেননকে সভাপতি করে বিশেষ কমিটি গঠন করা হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন ইউনূস আলী আকন্দ।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!