• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিত্তিহীন খবর প্রচারের দায়ে জুম বাংলার সিইও গ্রেপ্তার


আদালত প্রতিবেদক আগস্ট ৯, ২০১৮, ০৯:১৬ পিএম
ভিত্তিহীন খবর প্রচারের দায়ে জুম বাংলার সিইও গ্রেপ্তার

ঢাকা : ভিত্তিহীন খবর প্রচারের দায়ে অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার সিইও ইউসুফ চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। বুধবার (৮ আগস্ট) রাতের দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ওবায়দুর রহমান জানান, অনলাইন নিউজ পোর্টালটি কোনো তথ্য প্রমাণ ছাড়াই অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করেছে।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে উদ্দেশ্যমূলক ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলনকে উস্কে দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির সিইওকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ছবি এবং ভিডিও’র মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টার অভিযোগে গত ১ ও ৫ আগস্ট রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দুটি পৃথক মামলা দায়ের করে পুলিশ। ১ আগস্ট দায়ের করা মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!