• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব ভারতেও!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৬, ০৫:১৫ পিএম
ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব ভারতেও!

সোনালীনিউজ ডেস্ক
আপনি কি ভিনগ্রহের প্রাণীতে বিশ্বাসী? হতেও পারেন। নাও হতে পারেন। আপনি ছাড়াও এই পৃথিবীর অনেক মানুষই বিশ্বাস করেন যে, ভিনদেশের প্রাণী আছে। আর এখানে যে ভিডিওটি আপনাকে দেখানো হচ্ছে, সেটায় তো রীতিমতো সন্দেহজনক বেশ কিছু প্রমাণও রয়েছে। এটা ঠিক, ভিনগ্রহের প্রাণীর কোনও প্রমাণ অকাট্য হয়তো হবে না। কিন্তু একেবারে উড়িয়েও দিতে পারবেন না। কারণ, ছবি যে সত্যিই কথা বলে। ইলোরার গুহার নিচেই রয়েছে একটা ৪০ ফুটের সুড়ঙ্গ। যদিও সেই  সুড়ঙ্গে সাধারণের কিংবা পর্যটকদের ঢোকার কোনও অনুমতি নেই। এখানকার নিরাপত্তারক্ষীদের এই বিষয়ে জিজ্ঞেস করলে বলা হয়, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না। আবার সুড়ঙ্গে ঢোকার অনুমতিও দেন না। তাহলে ওই সরু সুড়ঙ্গ কে বা কারা তৈরি করেছিল, প্রশ্নটা আসছেই। সুড়ঙ্গ একটা জায়গায় এত সরু যে, সেখানে মানুষের পক্ষে ঢোকা অসম্ভব। তাহলে ওই সুড়ঙ্গ ব্যবহার করত কে বা কারা! রীতিমতো রয়েছে একটা শহর! প্রশ্ন উঠছে অনেক। উত্তর এখনও নেই। তবে, ইতিমধ্যে এই ভিডিও দেখে অনেকেই বলা শুরু করে দিয়েছেন যে, ভারতেও ভিনগ্রহীরা ছিল। ভিডিওটা দেখার পর দেখুন, আপনার মত কী হয়। সূত্র: কলকাতা
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!