• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমধ্য সাগরে ৪৫ অভিবাসীর লাশ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০১৬, ০৯:৫১ এএম
ভূমধ্য সাগরে ৪৫ অভিবাসীর লাশ উদ্ধার

ভুমধ্যসাগরের লিবীয় উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৪৫টি লাশ ও জীবন্ত অবস্থায় ১৩৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

লিবীয় উপকূল থেকে ৬৫ কিলোমিটার দূরে ইতালীয় কোস্টগার্ডের কয়েকটি জাহাজে করে উল্টে যাওয়া নৌকাটি থেকে জীবিতদের উদ্ধার করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর কর্মীরা। ইতালীয় নৌবাহিনী একথা জানায়।

তারা আরো জানায়, শুক্রবার পাচারকারী দল লিবিয়া এবং ইতালি হয়ে ভুমধ্যসাগর দিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। লাভের আসায় পাচারকারী দলটি যুদ্ধ ও দারিদ্রতার শিকার অভিবাসীদের নিয়ে সাগর পাড়ি দিচ্ছিলো।

এছাড়া অন্য একদিনে ইতালীয় কোস্ট গার্ডের সমন্বয়ে দুই হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।

এ অভিযানে পণ্যবাহী জাহাজ, নৌকা ও পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সাহায্য করে। সমুদ্র শান্ত থাকায় এ সপ্তাহে পাচারকারীরা এক ডজন ইতালিয়ান নাগরিক পাঠিয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে পাঁচ জনের মতো নিহত হয়েছে বলে জানানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!