• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমিকম্পের পূর্বাভাস দেবে ব্যাঙ!


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০১৬, ০৬:০৭ পিএম
ভূমিকম্পের পূর্বাভাস দেবে ব্যাঙ!

সোনালীনিউজ ডেস্ক

প্রাণীজগতের অনেকেই আগে থেকে ভূমিকম্পের আভাস পায়৷ কিভাবে? সেটি ছিল এতদিন একটি রহস্য৷ কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, ব্যাঙের মতো প্রাণী কিভাবে ভূমিকম্পের আভাস পায় সেটি তারা জানতে পেরেছেন৷

ইটালির এক শহরে ব্যাঙের আচরণ নিয়ে গবেষণা করছিলেন একদল বিজ্ঞানী৷ হঠাৎ তারা একদিন দেখলেন, নিজেদের আবাস ছেড়ে সব ব্যাঙ উধাও৷ তারপর পরই সেখানে আঘাত হানল বড় এক ভূমিকম্প৷ আর এর দিন কয়েক পরেই দলে-বলে সব ব্যাঙ ফিরে এলো তাদের পুরনো জায়গায়৷

এই অদ্ভূত ঘটনা প্রথম যার নজরে আসে তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গবেষক ৠাচেল গ্রান্ট৷
তিনি বলছেন, ‘সব ব্যাঙ যখন উধাও হয়ে গেল, তখন আমি খুব অবাক হয়েছিলাম৷ আমরা এই ব্যাঙ নিয়ে গবেষণা করছিলাম প্রায় চার বছর ধরে৷ তাদেরকে কখনও ওই জায়গা থেকে নড়তে দেখিনি৷ কাজেই আমরা খুবই অবাক হলাম৷’

ব্যাঙের এই অদ্ভুত আচরণের সঙ্গে ভূমিকম্পের যে কোন সম্পর্ক থাকতে পারে, সেটা প্রথম মাথায় আসেনি ৠাচেল গ্রান্টের৷ যার অধীনে তিনি গবেষণাটি চালাচ্ছিলেন, তিনিই প্রথম বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন৷

কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙের পক্ষে আসলে কিভাবে পাওয়া সম্ভব? এ নিয়ে এরপর বিস্তর গবেষণা হয়েছে৷ সম্প্রতি এই বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে একটি গবেষণা জার্নালে৷

বিজ্ঞানীরা এখন বলছেন, ভূমিকম্পের আগে ভুগর্ভস্থ জলে যে রাসায়নিক পরিবর্তন হয়, সেটা ব্যাঙের মতো অনেক প্রাণী বুঝতে পারে৷ তারা বলছেন, ভূমিকম্পের আগে ভূগর্ভ থেকে এক ধরণের চার্জড পার্টিকেলস নির্গত হয়, তা জলের সঙ্গে মিশে এই রাসায়নিক পরিবর্তনের সূচনা করে৷

বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে প্রাণীকূলের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে হয়তো মানুষের পক্ষেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সম্ভব হবে৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!