• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলার ২ ইউনিয়নে ১৮ বছর ভোট হয় না


ভোলা প্রতিনিধি জুন ৪, ২০১৬, ০১:১৮ পিএম
ভোলার ২ ইউনিয়নে ১৮ বছর ভোট হয় না

ভোলার তজুমদ্দিন উপজেলার ২টি ইউনিয়নে আইনি জটিলতার কারণে ১৮ বছর ভোট হয় না। ফলে দীর্ঘদিন ধরে ভোট দেয়ার সুযোগ পান না ২০ হাজার ভোটার।

উপজেলার সোনাপুর ইউনিয়নে সবশেষ ভোট হয়েছিল ১৯৯৭ সালে। পরবর্তী নির্বাচনের আগে ২০০৫ সালে সোনাপুরের মেম্বার নুরে আলমসহ ২৯জন বাদী হয়ে পাশের বড় মলংচড়া ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতা নিরসনে মামলা করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায়, ওই দুটি ইউনিয়নে ভোট স্থগিত রয়েছে। 

জেলা নির্বাচন কমিশনার বলছেন, স্থানীয় সরকার সীমানা জটিলতা নিরসন করলে এখানে নির্বাচন করা সম্ভব হবে।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!