• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্রূণ হত্যার অভিযোগে ব্যাংক কর্মকর্তা কারাগারে


চট্টগ্রাম প্রতিনিধি মে ২৯, ২০১৬, ০৯:০২ পিএম
ভ্রূণ হত্যার অভিযোগে ব্যাংক কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে মো. ইব্রাহিম খান মাসুদ (৩৪) নামে ব্যাংক এক কর্মকর্তাকে স্ত্রীর গর্ভের ভ্রূণ হত্যার অভিযোগে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মো. ইউসুফের আদালত রোববার (২৯ মে) বিকেলে এ আদেশ দেন।

ইব্রাহিম খান মাসুদ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) মদুনাঘাট শাখার ক্যাশ অফিসার এবং রাউজান মোবারকখীল আনোয়ার বলির বাড়ির বাসিন্দা ফরিদ আহমদ খানের ছেলে।

এ বিষয়ে বাদীর আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান জানান, ২০১৫ সালের ১৫ জুন আসামি মাসুদ ও তার পরিবার মাসুদের স্ত্রী জোবাইদা সুলতানাকে জোর করে ‘এম এম কিউট’ নামে গর্ভ বিনষ্টকারী ওষুধ খাওয়ায়। এতে জোবাইদা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে জোবাইদা রাউজান থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে একই বছরের ২৫ জুন আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জোবাইদা বলেন, ‘২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মাসুদ ও তার পরিবার আমার ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে। আমি সব সয়েছি। কিন্তু আমার গর্ভের সন্তানটির তো কোনো দোষ ছিল না।আমি এর উপযুক্ত বিচার চাই।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!