• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মশা মুক্ত থাকুন সারাবছর


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০১৬, ০৩:৪৯ পিএম
মশা মুক্ত থাকুন সারাবছর

সোনালীনিউজ ডেস্ক

এ্যারোসল আর কয়েলের পিছে ছুটতে ছুটতে কতোটা ব্যয় হচ্ছে কখনো ভেবে দেখেছেন কি? আজই একটু হিসেবটা কষে দেখুন সারাবছর এই মশার পিছে কতো টাকা ঢালছেন। অথচ একটা প্রক্রিয়া জানা থাকলে একদম অল্প খরচে সারাবছর আপনি রেহাই পেতে পারেন এই বিরক্তিকর মশার উপদ্রব থেকে।

মশা মারার প্রক্রিয়া

২ লিটারের একটি কোকাকোলা বা সেভেনআপের প্লাষ্টিকের বোতল নিন। এবার একটি চাকু দিয়ে বোতলটির উপর থেকে কয়েক ইঞ্চি নিচে মাঝামাঝিতে, অর্থাৎ সরু থেকে মোটা হতে যাওয়ার শুরুটায় কেটে উপরের অংশটুকু আলাদা করে রাখুন।

এখন নিচের অংশে একটা কাপের তিন ভাগের দুই ভাগ পরিমাণ খোলা চিনি বা ব্রাউন সুগার নিন।

এরপর এতে ফুটানো পানি এক কাপ ও এক চামচের তিন ভাগের দুই ভাগ পরিমাণ ইস্ট নিন।

এবার কেটে রাখা বোতলের উপরের অংশটি থেকে বোতলের ছিপিটা ফেলে দিয়ে উপরের সরু অংশটুকু নিচের অংশটিতে যতোটুকু ঢুকানো যায় চাপ দিয়ে ঢুকিয়ে নিন।

এবার প্রয়োজনমতো টেপ পেচিয়ে বোতলের দুটি অংশকে জোড়া লাগিয়ে নিন।

এখন এই বোতলটি বাসার যেকোন এক কোণে রেখে দিন। এই প্রক্রিয়ার ফলে আপনার বাসার সব মশা জমা হবে এই বোতলের খোলা অংশে। টানা বছর খানিক আপনার বাসা মশার উপদ্রব থেকে রেহাই পাবে এই প্রক্রিয়াটিতে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!