• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মসজিদে হামলাকারীর সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত


রাজশাহী প্রতিনিধি জুন ৭, ২০১৬, ০৯:৩৭ এএম
মসজিদে হামলাকারীর সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজশাহীর বাগমারায় কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীর সহযোগী জামাল উদ্দিন (২২) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর গ্রামের তাবজুল হকের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে জামালকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গোদাগাড়ীর ফরাদপুর এলাকায় গেলে জামালের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এ সময় বন্দুকযুদ্ধে জামাল নিহত হন।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জামাল জানান, গত ২৫ ডিসেম্বর বাগমারার কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম তারেক (২০)। তার বাবার নাম আবু সালেক। তারেকের বাড়ি শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের রূপনগর গ্রামে। তারেকের বাবা জামায়াত কর্মী সালেক সাবেক সেনাসদস্য। তারেক আগে ছাত্রশিবির করতেন। পরে জেএমবিতে যোগ দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!