• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশে এবার বাসযোগ্য ঘর বানাচ্ছে নাসা!


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক মে ২৯, ২০১৬, ০৬:১৯ পিএম
মহাকাশে এবার বাসযোগ্য ঘর বানাচ্ছে নাসা!

শোনা যাচ্ছে পৃথিবীতে নাকি থাকার জায়গা কম পড়তে চলেছে। যে ভাবে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে তাতে এই পরিস্থিতি আগামী কয়েক বছরের মধ্যেই হতে চলেছে। আর তাই মহাকাশ গবষণাকেন্দ্র নাসা এবার মহাকাশের বুকেই ঘর বানাচ্ছে। ইতিমধ্যই এই অভিনব পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটছে এই গবেষণা কেন্দ্রটি। প্রাথমিক পরীক্ষায় ইতিমধ্যেই তারা সফলও হয়েছে।

মহাকাশচারী জেফ উইলিয়ামস ৭ ঘণ্টার চেষ্টায় ৬৭ ইঞ্চি লম্বা ওই ঘরে অক্সিজেনপূর্ন হাওয়া ভরতে সক্ষম হয়েছেন। এবার তাই বড় আকারের ঘর তৈরি ভাবনা রয়েছে নাসা’র।

চাঁদ বা মঙ্গলগ্রহ অভিযানে গিয়ে মহাকাশচারীরা যাতে পৃথিবীর আবহাওয়া পেতে পারেন তার জন্য বেশ কিছুদিন ধরেই এই চেষ্টা চালাচ্ছিল নাসা। সেই চেষ্টা এবার সফল হল বলেই সংস্থার সূত্রে জানানো হয়েছে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থা এই ঘর তৈরি করছে। পুরোপুরি তৈরি হয়ে গেলে ঘরটি ১৩ ফুট লম্বা এবং ১০.৫ ফুট চওড়া। খুব তাড়াতাড়ি এই ঘরটি ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!