• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মহাসড়কে ৯০০ স্বেচ্ছাসেবক’


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০১৬, ০১:৪০ পিএম
‘মহাসড়কে ৯০০ স্বেচ্ছাসেবক’

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৯০০ তরুণকে সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (০৫ জুন) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ঈদ-উল ফিতরের আগের পাঁচ দিন তিন শিফটে প্রতি শিফটে ৩০০ জন করে কাজ করবেন। তারা ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশকে সহযোগিতা করবেন।

স্কাউট-বিএনসিসি ও এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন থেকে এসব তরুণ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করা হবে। তাদেরকে কিছু সম্মানিও দেওয়া হবে।

স্পটগুলো জানিয়ে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়, বল্দ্রি চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর, নবীনগর কাঁচপুর, ভুলতা ও মেঘনায় স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

এছাড়া মহাসড়কের যানজট প্রবণ এলাকার পাশে অস্থায়ী টয়লেট নির্মাণ করবে সড়ক ও মহাসড়ক অধিদফতর।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!