• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাজারে যাওয়ার সময় তিন নারীর মৃত্যু


গোপালগঞ্জ প্রতিনিধি জুলাই ১৩, ২০১৮, ১০:০১ পিএম
মাজারে যাওয়ার সময় তিন নারীর মৃত্যু

প্রতীকী ছবি

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন নারী নিহত হয়েছেন। এ সময় ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আসমা বেগম (৫১), পলি বেগম (৩৫) ও হাসুরা বেগম (৬৫)।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে। তারা একে অপরের আত্মীয় বলে জানা গেছে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, পলি বেগমের স্বামী শেখ রবিউল ইসলাম একটি পিকআপ কিনে তাতে পরিবারের সদস্যদেরকে নিয়ে কাশিয়ানীর পিংগলিয়া গ্রামের বাড়ি থেকে বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজারে দোয়া নিতে যাচ্ছিলেন। এসময় তারা গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত ও অপর ১০ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসুরা বেগম মারা যান বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!