• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামুনের ঝুমঝুম রেলগাড়ি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৬, ০৪:৪২ পিএম
মামুনের ঝুমঝুম রেলগাড়ি

সোনালীনিউজ ডেস্ক

নতুন আরও একটি বই নিয়ে একুশে বইমেলায় নিজের অবস্থান জানান দিলেন ছড়াকার আমিনুল ইসলাম মামুন। এবারের বইমেলায় আসা এটি তার তৃতীয় ছড়াগ্রন্থ। গ্রন্থের নাম ‘ঝুমঝুম রেলগাড়ি’। বইটি প্রকাশ করেছে তৃপ্তি প্রকাশ কুঠি।

এর আগে মেলার প্রথম সপ্তাহে এসেছিল তার ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ (রাতুল গ্রন্থপ্রকাশ) ও দ্বিতীয় সপ্তাহে এসেছিল ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ (তুষারধারা) বই দুটি। সময়চিহ্ন থেকে ১০০টি ছড়া নিয়ে শিগগিরই আসছে আরেকটি ছড়াগ্রন্থ।

‘ঝুমঝুম রেলগাড়ি’ গ্রন্থটিতে মোট ২৮টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়ার সঙ্গে রয়েছে চমৎকার অলংকরণ। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বিশ্বনাথ ধর বিষু। বোর্ড বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইটি মেলায় তৃপ্তি প্রকাশ কুঠির স্টলে

পাওয়া যাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন 

Wordbridge School
Link copied!