• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালাগার সঙ্গে রিয়ালের ড্র


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৬, ১২:৫৩ পিএম
মালাগার সঙ্গে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক

রবিবার লা লিগার খেলায় মালাগার বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে আরও পিছিয়ে পড়লো জিনেদিন জিদানের দল। এদিন পেনাল্টি মিস ক‌‌‌রেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মালাগার মাঠ এস্তাদিও লা রোজালেদায় এদিন বেনজেমা-বেলকে ছাড়াই মঠে নামে লস ব্লাঙ্কোসরা। খেলার ৩৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুজের পাস থেকে গোলটি করে পর্তুগিজ উইঙ্গার রোনালদো। এর তিনি মিনট পরই ব্যবধান বাড়াতে পারতো রিয়াল। বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দেন মালাগার ওয়েলিংটন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যদিও টিভি রিপ্লে দেখে মনে হয়েছে আলতো ছোঁয়াতেই ইচ্ছে করে পড়ে যান রোনালদো। তবে পেনাল্টি কাজে লাগাতে পারেননি তিনি। সিআর সেভেনের দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মালাগা গোলরক্ষক।

এরপর বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে আক্রমণ চালায় মালাগা। তবে গোলরক্ষক নাভ‌‌‌াসের দৃঢ়তায় বেঁচে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। মালাগার সামনে ৬৭তম মিনিটে আর বাধা হয়ে থাকতে পারেননি নাভাস। ১৮ গজ বক্সে ফাঁকায় বল পেয়ে বিদ্যুৎ গতির শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবেনতোসা।

এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়া রিয়ালের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৪। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!