• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৮, ০৭:৫৪ পিএম
মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মগড় ইউনিয়নের মো. রিয়াজ খান (২৬) ও মো. শহিদ তালুকদার (২৮)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দুটি টিম অভিযানে নামে। এ সময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে দুই হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা অন্য পেশায় কাজ করেন। নিষেধাজ্ঞার সময় তারা জাল নিয়ে ইলিশ শিকারে নদীতে নামেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!