• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর কাসেমের পূর্ণাঙ্গ রায় এ সপ্তাহে হতে পারে


বিশেষ প্রতিনিধি মে ১৬, ২০১৬, ১০:৫৮ এএম
মীর কাসেমের পূর্ণাঙ্গ রায় এ সপ্তাহে হতে পারে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায় লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সপ্তাহেই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর কোনো কারণে চলতি সপ্তাহে প্রকাশ না হলে সেটি আগামী সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে মীর কাসেম আলীর আপিলের খসড়া রায়টি লেখার কাজ শেষ হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা খসড়া রায়টি লেখার পর তা বেঞ্চের অন্য বিচারপতিদের কাছে পাঠান। এরই মধ্যে অন্য বিচারপতিরা তাদের মতামতসহ ওই খসড়া রায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। এখন রায়টি চূড়ান্ত করার পর নীল কাগজে প্রিন্ট করে তাতে স্বাক্ষর করবেন সব বিচারপতি। এর আগে ৮ মার্চ একাত্তরে চট্টগ্রাম অঞ্চলের ‘বাঙালি খান’ হিসেবে পরিচিত মীর কাসেমের আপিল আংশিক মঞ্জুর করে মৃত্যুদণ্ড বহালের রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে এ বেঞ্চের অপর সদস্যরা ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. বজলুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!