• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণা, ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৬, ০১:১৮ পিএম
মুদ্রানীতি ঘোষণা, ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধা

সোনালীনিউজ ডেস্ক 

৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চলতি বছরের জানুয়ারি-জুন প্রান্তিকের জন্য সতর্কতামূলক ও সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খাদ্য ও জ্বালানি বহির্ভূত কোর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এ ধরনের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে বলে গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন। 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করেন তিনি।
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বছর শেষে প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে গভর্নর আশা প্রকাশ করেন।
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে ১৪ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেপো ও রিজার্ভ রেপোতে দশমিক ৫ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মুদ্রানীতি ঘোষণাকালে ড. আতিউর রহমান বলেন, ‘বর্তমানে খাদ্য ও জ্বালানি বহিভূত কোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা সার্বিক মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী চাপে রেখেছে। তাই সতর্ক ও সংযত মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপের কারণে গতবারের চেয়ে ব্যাপক ও বেসরকারি খাতের ঋণ যোগানের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে যথাক্রমে ১৫ শতাংশ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।’
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!