• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ড নিষিদ্ধের আহ্বান জানালেন পোপ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৬, ০২:৫৮ পিএম
মৃত্যুদণ্ড নিষিদ্ধের আহ্বান জানালেন পোপ

সোনালীনিউজ ডেস্ক

সারা বিশ্বেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

গতকাল রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত লাখো মানুষের সমাবেশে মৃত্যুদণ্ড রদ করার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘তুমি কাউকে হত্যা করবে না’।

মৃত্যুদণ্ডের তীব্র সমালোচনা করে পোপ এ দিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদের উদ্দেশে তার বার্তায় চার্চের পবিত্র এ বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানান।

‘মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক বিশ্ব একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেবে’ এটিই তার চাওয়া বলে জানান পোপ।

২০ নভেম্বর পর্যন্ত চার্চের জুবিলি বছরকে বিশ্বে আরও বেশি সম্প্রীতি ও ক্ষমার মধ্যদিয়ে অর্থবহ করে তোলার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে জেলের পরিবেশ উন্নত করারও আহ্বান জানিয়ে পোপ বলেন, স্বাধীনতা বঞ্চিত মানুষদের মানবিক মর্যাদাকে শ্রদ্ধা জানাতে তা করা প্রয়োজন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!