• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০২:২২ পিএম
মেহেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি    

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় সুমিত্রা পাল নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যুর অভিযোগে পুলিশ মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর আলেয়া বেগমকে আটক করেছে। গতকাল বুধবার রাতে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমিত্রা পাল গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কিশোর পালের স্ত্রী। সুমিত্রা পালের স্বামী কিশোর পাল জানান, তাঁর সন্তান-সম্ভবা স্ত্রীর প্রসব বেদনা ওঠায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিজিটর আলেয়া বেগমের পরামর্শে তাঁর শ্বশুরবাড়ি কেদারগঞ্জে নেওয়া হয়। ভিজিটরের পরামর্শে সেখানে তার স্ত্রীকে একটি ট্যাবলেট খেতে দেওয়া হয়। এরপর থেকেই তাঁর স্ত্রীর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ভিজিটর আলেয়া বেগম তাঁর স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে নেওয়া হলে তাঁর স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণ পরই মারা যান তাঁর স্ত্রী।
মুজিবনগর থানার ওসি কামাল হোসেন জানান, মা ও শিশুর মৃতদেহ আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!