• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদিকে স্বাগত জানাবেন ওবামা


আন্তর্জাতিক ডেস্ক জুন ৬, ২০১৬, ০২:৫৪ পিএম
মোদিকে স্বাগত জানাবেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন।
ওবামা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন মোদির যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। ভারতে মুসলিমবিরোধী দাঙ্গায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
এরপর থেকে তিনি চারবার যুক্তরাষ্ট্রে সফর করেছেন। দু’বার গেছেন ওয়াশিংটনে। আর ওবামা দুইবার ভারত সফর করেছেন।
মোদি মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। মোদি এমন একজন বিশ্বনেতা যার সঙ্গে ওবামার ঘনিষ্ঠ ও ফলপ্রসূ কার্যকরি সম্পর্ক আছে।
সোমবার তিনি আরলিংটনে জাতীয় সমাধিতে যাবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি সেখানে থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও করবেন।
বুধবার তিনি পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর গণ্যমান্য ব্যক্তি ও আইনপ্রণেতাদের জন্য এক সংবর্ধনায় তিনি যোগ দেবেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!