• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের পারফরম্যান্সে খুশি নন হাবিবুল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৮, ০৮:৩১ পিএম
মোসাদ্দেকের পারফরম্যান্সে খুশি নন হাবিবুল

ফাইল ছবি

ঢাকা: বারবার সুযোগ পেয়েও ব্যর্থতার পরিচয় দিয়েছেন মোসাদ্দেক হোসেন। এশিয়া কাপে টানা ব্যর্থ হয়েছেন। এর ফল তিনি পেলেন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ে। মোসাদ্দেকের বাদ পড়াটা যে বাজে পারফর্মের কারণে সেটি বলার অপেক্ষা রাখে না।

শনিবার সেটাই সংবাদমাধ্যমে বললেন নির্বাচক হাবিবুল বাশার, ‘মোসাদ্দেকের ফর্ম নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নই। যেখানে সে ব্যাট করছে, সাত নম্বরে, সেখানে কার্যকর ব্যাটিং করতে পারছে না। বলতে পারেন, তাকে ব্রেক দেওয়া হচ্ছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে। সাম্প্রতিক সময়ে ওর ফর্মটা ভালো যাচ্ছে না।’

এশিয়া কাপের পর জাতীয় লিগে ফর্মে নেই মোসাদ্দেক। খুলনার বিপক্ষে ৭ রানের বেশি করতে পারেননি। মোসাদ্দেকের বাদ পড়া নিয়ে যেমন কৌতুহল রয়েছে তেমনি সাইফউদ্দিনের ফেরা নিয়েও। হাবিবুল বলছেন, ‘দেখুন, আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। সৌম্য বা আরিফুল মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং ও পরে বোলিং আশা করি। আমরা এমন একজনকে চাচ্ছি, যে কিনা ১০ ওভার বোলিং করতে পারবে ও দরকার হলে ব্যাটিং করবে। এজন্য আমরা সাইফ উদ্দিনকে এই সিরিজে নিয়েছি।’

হাবিবুল মনে করেন দেশের বাইরে খেলতে গেলে ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা বেশি দরকার হয়। এ কারণ থেকেই হাবিবুল বলছেন, ‘যখন আমরা বাইরে খেলতে যাব, তখন আমাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ের দরকার বেশি লাগবে। আমাদের নিচের সারির ব্যাটিংটা একটু বেশি বড় হয়ে যায়, ৭ নম্বরের পরে আসলে আমাদের খুব একটা ব্যাটিং থাকে না। একজন বোলিং অলরাউন্ডার যদি আমরা সেট করতে পারি, তাহলে ভাল হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!