• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানেজারকে রেখে দুই স্তরের নির্বাচক কমিটি!


ক্রীড়া প্রতিবেদক জুন ৬, ২০১৬, ১০:৩৭ এএম
ম্যানেজারকে রেখে দুই স্তরের নির্বাচক কমিটি!

কোচ-ম্যানেজারকে রেখেই দুই স্তরের নির্বাচক কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। রবিবার বিকালে মিরপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত নির্বাচক কমিটি, কোচ ও ক্রিকেট অপারেশন্সের মধ্যে ব্যবধান কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

দলের নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, টিম ম্যানেজার ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান। যদিও রবিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচক পদটি থাকছে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘জাতীয় দলের নির্বাচক প্যানেলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি নির্বাচক প্যানেল থাকবে যা তিন সদস্যের হবে; সেখানে একজন প্রধান নির্বাচক ও দুজন নির্বাচক থাকবেন। আর দ্বিতীয়টি হলো নির্বাচক কমিটি।’


দ্বি-স্তর বিশিষ্ট নতুন এই নির্বাচক কমিটি কীভাবে চালিত হবে এমন এক প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘নির্বাচক কমিটি মাঠে গিয়ে খেলোয়াড় বাছাই করবেন না। বরং এই কমিটিতে নির্বাচক প্যানেলের তিনজন থাকবেন। এর সঙ্গে প্রধান কোচ, টিম ম্যানেজার ও ক্রিকেট অপারেশন্স যোগ হচ্ছে। এখানে প্রধান কোচের ভূমিকা হল প্রতিটি সিরিজের আগেই এই কমিটির মিটিং ডাকা ও প্রতিপক্ষের দল দেখে একাদশ কেমন হবে সেই বিষয়ে একটি রূপরেখা তৈরি করা।’

নির্বাচক কমিটিতে কোচের থাকা অবশ্য বাংলাদেশ বা অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে নতুন কিছু নয়। বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এই প্রক্রিয়া চালু রয়েছে। তবে নির্বাচকের মূল কাজ হচ্ছে খেলা দেখা। বিসিবি অবশ্য এক্ষেত্রে হাথুরুসিংহেকে স্বাধীনতা দিয়ে রাখছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘কোচের খেলা দেখার বাধ্যবাধকতা নেই। খেলা যে দেখতেই হবে তা নয়। যদি বাংলাদেশে থাকেন তাহলে খেলা দেখবেন।’

ম্যানেজারকে নির্বাচক কমিটিতে আনার ব্যাখ্যা দিতে গিয়ে পাপন বলেন, ‘ম্যানেজারের ভূমিকা হলো অধিনায়ক ও সহ-আধিনায়ক কেমন চান সেটা ওই কমিটিকে জানানো। তবে অধিনায়ক সরাসরিও বলতে পারবেন। সেই অনুযায়ী তারা দল নির্বাচন করবে। এরপর তারা যখন চূড়ান্তভাবে দল নির্বাচন করবে তখন বোর্ড সেটাতে অনুমতি দেবে। অবশ্য এর আগে তারা আবারও মিটিং ডেকে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। এই মিটিং ডাকবে ক্রিকেট অপারেশন্স।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!