• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাসেঞ্জারে নতুন চমক আনছে ফেসবুক


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০১৬, ০৫:১৬ পিএম
ম্যাসেঞ্জারে নতুন চমক আনছে ফেসবুক

সময়ে সময়ে তাদের নয়া প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে উপভোক্তাদের মন জয় করে চলেছে বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া ফেসবুক৷ এমনই এক নতুন ‘অদৃশ্য প্রযুক্তি’ নিয়ে আবারও হাজির তারা৷ জানা গেছে যে, iOs 68.0 ভারসানে ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ অদৃশ্য হয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে আসতে চলেছে ফেসবুক৷

ফেসবুক ম্যাসেঞ্জারের পাশাপাশি সাধারণত স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, উইচ্যাট ও ব্ল্যাকবেরির বিবিএম ম্যাসেঞ্জারেও নির্দিষ্ট সংখ্যক ম্যাসেজ কিছু সময় পর্যন্ত দেখা যায়৷ যতক্ষণ পর্যন্ত না সেগুলোকেব ব্যবহারকারীর পক্ষ থেকে ডিলিট করা হয়৷ প্রযুক্তিবিদরা জানাচ্ছেন যে, iOs 68.0 ভারসানের ফেসবুক ম্যাসেঞ্জারে ‘অদৃশ্য ম্যাসেজ’ অপশান চালু করলেই যথাক্রমে ১৫ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা বা ১ দিনের মধ্যে নির্দিষ্ট করা ম্যাসেজগুলি নিজের চ্যাট স্ক্রিন থেকে মুছে দিতে পারবেন উপভোক্তা৷ এছাড়া জানা গিয়েছে, অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেই এই নতুন ভারসান ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারী৷

এর আগে গতমাসে ফেসবুক তাদের ম্যাসেঞ্জিং অ্যাপে ‘গ্রুপ কলিং’ পদ্ধতি চালু করেছিল৷ এর দ্বারা কোনও গ্রুপের মেম্বাররা কলের মাধ্যমে পরস্পরের মধ্যে কথা বলতে পারে৷ ফলে বোঝাই যাচ্ছে যে  নিত্যনতুন নেঢউদ্ভাবনের মাধ্যমে  ব্যবহারকারীদের মন পেতে সদা তৎপর রয়েছে ফেসবুক৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!