• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা আন্দোলনে হারে তারা নির্বাচনেও হারে: তোফায়েল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ০৫:১২ পিএম
যারা আন্দোলনে হারে তারা নির্বাচনেও হারে: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা আন্দোলনে হারে, তারা নির্বাচনেও হারে। তাদের ঘরে বিজয় আসা কঠিন।’
রাজধানীর শাহাবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘জীবনে আন্দোলনে আমরা কোনো দিন হারি নাই। যার ফলে ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছিলাম।’
তিনি বলেন, ‘বিজয়ের মাসে বাংলাদেশের স্বাধীনতাকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য খালেদা জিয়া কথা বলেছেন। তিনি বলেছেন, ‘‘শহীদের সংখ্যা নিয়ে তার মতানৈক্য আছে।’’ ওনার তো মতানৈক্য থাকবেই। কারণ ওনার মতের সঙ্গে ঐক্য আছে পাকিস্তানের।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা) আরও বলেছেন, ‘‘বঙ্গবন্ধু নাকি স্বাধীনতা চান নাই?’’ আরে আপনাদের তো খবরই ছিল না। তখন আমি একটা ছোট্ট লোক, রাজনৈতিককর্মী আমাকে তাও দু’-চারজন মানুষ চিনত। কিন্তু আপনার স্বামীকে তো কেউ চিনতোই না। আমরাও তো চিনতাম না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার কথার জবাব দেওয়া আমাদের জন্য সমীচীন নয়। আমাদের জন্য বেমানান হয়। আরে বঙ্গবন্ধু যদি চাইতেন তাহলে তখনই প্রধানমন্ত্রী হতে পারতেন।’
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের দেশ-বিদেশের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার ও তার আদর্শে জীবন গড়ার পরামর্শ দেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!