• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অমর একুশের অনন্য সম্মাননা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০১৬, ০৩:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রে অমর একুশের অনন্য সম্মাননা

সোনলীনিউজ ডেস্ক
বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি স্মারক সিলমোহর চালু করেছে। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ এ উপলক্ষে ‘Celebrating 25 Years of Ekushey February’ DBBL  Inteational Mother Language Day শীর্ষক বিশেষ সিলমোহর ব্যবহার করবে। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী নিউয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস সিলমোহরটি ব্যবহার করবে।
১৯৯২ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে অভিবাসী বাঙালিরা প্রতি বছর অমর একুশে পালন করে থাকে। মুক্তধারা ফাউন্ডেশন ও ‘বাঙালির চেতনা মঞ্চের’ যৌথ উদ্যোগে আগামী ১ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দপ্তরের সামনে এবার আন্তর্জাতিক ‘মাতৃভাষা দিবস ভাস্কর্য’ উদ্বোধন করা হবে। ভাস্কর্যটি ফেব্রুয়ারি মাসব্যাপী সেখানে উন্মুক্ত রাখার পর আমেরিকার বিভিন্ন রাজ্যে ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ভাস্কর্যটি নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে। ইতোপূর্বে বিশ্বজিত সাহার আবেদনক্রমে নিউইয়র্ক গভর্নর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন এবং নিউইয়র্ক মেয়র মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলা উৎসব ও বইমেলাকে ‘বিশ্ব বাঙালির উত্সব’ ঘোষণা করেছেন।
সোনলীনিউজ/আমা

Wordbridge School
Link copied!