• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গুলি: দুই ছাত্রী নিহত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৮:১১ পিএম
যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গুলি: দুই ছাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের এক স্কুল ক্যাম্পাস থেকে গত শুক্রবার ১৫ বছর বয়সী দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্দুকের গুলিতে একজনকে হত্যা করার পর আত্মঘাতী হয়েছে অন্যজন। ওই দুইজনের পরিচয় জানা যায়নি।

আরিজোনা অঙ্গরাজ্যের গ্লেনডেল এলাকার ‘ইন্ডিপেন্ডেন্ট হাই স্কুলের’ ছাত্রী ছিল ওই দুই কিশোরী। তারা ক্লাস টেনে পড়ত। তাদের মৃতদেহ দুটোর পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাদের দু’জনের গায়েই গুলির ক্ষত রয়েছে বলেও জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এই হত্যা ও আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তবে তদন্তকারীদের ধারণা, একজন ছাত্রী প্রথমে গুলি করে তার ঘনিষ্ঠ বান্ধবীকে হত্যা করে। পরে বন্দুক দিয়ে নিজেও আত্মহত্যা করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ট্রাসি বিডেন জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে স্কুলে সবে প্রথম পিরিয়ড শুরু হয়েছে। এর খানিক আগেই ওই গুলির ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!