• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রওনোক নূরের কবিতা


রওনোক নূর জুন ৪, ২০১৬, ১০:২৩ পিএম
রওনোক নূরের কবিতা

কাঙ্খিত প্রভাত



রওনোক নূর

মনে হচ্ছে অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমি
নিঃসঙ্গতা বাসা বেঁধেছে জানেনা দেবতা স্বামী
নিজেকে কেন জানি আজ বড় একা লাগে
অজানা কোন ভয় যেন শুধুই মনে জাগে।

দুঃস্বপ্ন দেখছি আমি স্বপ্নগুলো ভুলে
প্রতিনিয়ত যাচ্ছে বেড়ে নিচ্ছে না কেউ তুলে
আকাশের বৃষ্টি যেন আমার চোখে ঝরে
মনের ঘরে মেঘ জমেই ঝরছে অঝোরে।

দোটানায় পুড়ছে যে মন অশান্ত অনলে
নিরব ব্যথা মনের মাঝে দাউ দাউ করে জ্বলে
কেউ নেই পাশে অন্ধকারে শুধুই আমি একা
চমকানো সেই সুখের আলো দেয়না আমায় দেখা।

আঁধার ঘর আলো করে ধরবে কে আজ হাত
আপন মানুষটি আনবে জানি কাঙ্খিত প্রভাত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!