• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৬, ০৫:০৫ এএম
রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা

সোনালীনিউজ ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সোমবার রাত ৮টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাবলু।
জাপা মহাসচিব বলেন, এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নিজের উত্তরসূরী হিসেবে যে ঘোষণা দিয়েছেন তা দলের গঠনতন্ত্র বহির্ভূত। পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুসারে তিনি এ ঘোষণা দিতে পারেন না। তার এ ঘোষণায় সারাদেশে জাপা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সোমবার রাতে জাতীয় পার্টির প্যাডে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েও বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে সই করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।  
এতে সোমবারের 'যৌথসভায় যেকোনো অবস্থায় জাতীয় পার্টির গঠনতন্ত্রকে সমুন্নত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে' বলে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় জাপার সংসদ সদস্য ও দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে নিজ বাসায় বৈঠক করেন রওশন।
সন্ধ্যার ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে তখন জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, রোববার জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান হিসেবে এরশাদ যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে দলের এমপি ও সিনিয়র নেতাদের নিয়ে যৌথসভা করা হচ্ছে।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!