• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবিবার রাজশাহী যাচ্ছেন ১৪ দলের নেতারা


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০১৬, ০৬:৩৪ পিএম
রবিবার রাজশাহী যাচ্ছেন ১৪ দলের নেতারা

সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আগামীকাল রবিবার রাজশাহী যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।

জোটের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের নেতৃত্ব দেবেন বলে দপ্তর সমন্বয়ক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে গলা কেটে হত্যা করা হয়।

এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় খুন হন সমাজ বিজ্ঞানের অধ্যাপক লালন ভক্ত শফিউল ইসলাম। তিনি মুক্তমনা ও প্রগতিশীল আদর্শের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দলের নেতারা রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট-শিক্ষক সংহতি সমাবেশে যোগ দেবেন, পরে যাবেন নিহত শিক্ষকদের বাসায়।

প্রতিনিধি দলে থাকবেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুল হক বকু।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!