• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবি-এয়ারটেল একীভূতকরণে ৪ অপারেটরকে আমন্ত্রণ বিটি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৬, ০৯:৫৮ পিএম

রবি-এয়ারটেল একীভূতকরণে ৪ অপারেটরকে আমন্ত্রণ বিটি

নিজস্ব প্রতিবেদক

মোবাইল অপারেটর রবির সঙ্গে এয়ারটেলকে একীভূত করার বিষয়ে আলোচনা করতে অন্য চারটি অপারেটর প্রতিনিধিদের আগামীকাল সোমবার বৈঠকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজ রোববার এ সংকান্ত এক বৈঠক শেষে আমন্ত্রণ জানিয়ে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও টেলিটক ব্যাবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসি জ্যেষ্ঠ সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড লাইসেনসিং বিভাগ) এস এম গোলাম সরোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সোমবার বিটিআরসি কার্যালয়ে বৈঠকে কমিশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। প্রতি অপারেটরের তিন জন করে প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন।

রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করার আবেদনের নিষ্পত্তির জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করেছে বিটিআরসি।

দুই অপারেটরের ব্যবসা একীভূত করতে ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে।

বর্তমানে এই দুই কোম্পানি এক হলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ। পাঁচ কোটির বেশী গ্রাহক নিয়ে গ্রামীণফোন আছে সবার উপরে।

গত বছর ৯ সেপ্টেম্বর দুই কোম্পানি থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে একান্ত আলোচনা শুরুর ঘোষণা দেওয়া হয়।

রবির মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের। অন্যদিকে এয়ারটেলের মালিক ভারতের ভারতি এয়ারটেল; তারা ওয়ারিদের ব্যবসা বাংলাদেশে কিনে নিয়েছিল।

এশিয়ার বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর মধ্যে আজিয়াটা অন্যতম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি ক্যাম্বোডিয়া, ভারত ও সিঙ্গাপুরেও তাদের ব্যবসা রয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত ডিসেম্বর শেষ নাগাদ বাংলাদেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ। এ সময়ে অপারেটর রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৩ লাখ এবং এয়ারটেলের ১ কোটি ৭১ হাজার।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!