• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০১৬, ১২:১২ পিএম
রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর শাহবাগের পরিবাগে শান্তা (৩২) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতের দিকে পরিবাগের ৯তলা একটি ভবনের প্রথম তলার সানশেড থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলে ও দুই কাজের বুয়াকে আটক করা হয়েছে।

শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার বলেন, পরিবাগের ১০ নম্বর বাড়ির ৯ তলায় জনৈক হুমায়ুন কবীরের বাসায় ১৫ দিন আগে কাজে যোগদান করেন শান্তা। শনিবার রাত ১২ টার দিকে তিনি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং ভবনের প্রথম তলার সানশেডে আটকা পড়েন। শব্দ শুনে ভবনের লোকজন তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শান্তাকে উদ্ধার করে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শান্তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এসআই জানান, গৃহকর্মী শান্তা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। তবে আটকদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

শান্তার বাবার নাম শামসুল মিয়া। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার হাজরাহাটিতে। তার বিয়ে হলেও স্বামীর সাথে ডিভোর্স হয়েছে।

সোনালীনিউজ ডটকম/এসকে
 

Wordbridge School
Link copied!