• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০১৬, ০৫:৩৬ পিএম
রাজধানীতে জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর বংশাল থানার আলুবাজার এলাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- ওমর ফারুক (৪০) মানিক (২৬) ও ইমরান হোসেন (১৭)।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কারখানার সহকর্মী ছোটন আহমেদ জানান, বংশাল আলুবাজার ৬ তলা ভবনের নিচ তলায় এফএফ কালেকশন শো স্টোরে কাজ করার সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে গেলে হঠাৎ পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩ জন দগ্ধ হয়।

পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘ফারুকের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি দু’জনের পোড়ার পরিমাণ আরো কম। তবে তিনজনের অবস্থাই আশঙ্কামুক্ত।’

এদিকে ঢামেকের কর্তব্যরত পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!